বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘ ও হকার্স ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নৌকা মাঝি সংঘ কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘ সভাপতি মোঃ হালিম শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারেজ হাওলাদারের পরিচালনায় এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপি আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা বিএনপি সদস্য বাদশা জমাদ্দার, আব্দুস সালাম মল্লিক, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, জেলা মহিলা দলের সহ -সভাপতি শাহানাজ পারভীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরা সুলতানা, উপজেলা সদস্য আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর ফিরোজ, রূপসা কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, বিএনপি নেতা মাহিদ খান, বসির হায়দার পল্টু, শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ, নৈহাটী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ মাফুজ শেখ, মাঝি সংঘের সহ-সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ প্রমুখ। দোয়া পরিচালনা করছে হাফেজ মাসুদ মীর।

