ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের
ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামের চিলমারী‌তে ট্রাক্ট‌রের চাকায় পিষ্ট নছমুদ্দিন দেওয়ানী(৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার থানাহাট বাজারের সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানায়, বৃহস্প‌তিবার সকালে নছমুদ্দিন দেওয়ানি রাস্তাার ধারে রোদে দাঁ‌ড়িয়ে ছিলেন। এ সময় দ্রুত গ‌তির এক‌টি  ট্রাক্টর তা‌কে ধাক্কা দি‌য়ে ফে‌লে দি‌লে গা‌ড়ির নি‌চে পিষ্ট হন। প‌রে তা‌কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক তা‌কে মৃত‌্যু ঘোষণা ক‌রেন।


চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি। ঘাতক‌ ট্রাক্টর‌টি জব্দ করা হ‌য়ে‌ছে। নিহ‌তের স্বজন‌দের স‌ঙ্গে কথা ব‌লে‌ছি। তারা বিষয়‌টি নি‌য়ে অ‌ভি‌যোগ দি‌তে অপারগতা জা‌নি‌য়ে‌ছে। ত‌বে অ‌ভি‌যোগ পেলে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হ‌বে।