মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজদিখানে ‘রান উইথ শিবির’ অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে ‘রান উইথ শিবির’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকা থেকে শুরু হয়ে কুচিয়ামোড়া কলেজ মাঠে গিয়ে আবার নিমতলা এসে এই দৌড় প্রতিযোগিতা শেষ হয়।


এতে প্রায় দুই শতাধিক ছাত্র ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজী।


এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন, মুন্সীগঞ্জ জেলা শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা মাদরাসা সম্পাদক মো. নুরুল আমিন, সিরাজদিখান থানা শিবির সভাপতি আসজাদ আব্দুল্লাহ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি খিদির আব্দুস সালাম, জেলা সেক্রেটারি মো. মজিবুর রহমানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, 'শারীরিক সুস্থতা ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।'