ছবিঃ বিপ্লবী বার্তা
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এরপর সূর্যদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত, এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন করা হয়।
এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলা ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা , মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । পরে সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
এসময় সেখানে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এছাড়া দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্র অংকন প্রতিযোগিতা, হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধণাসহ নানা কর্মসুচি পালিত হচ্ছে। এরপর সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা,পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

