আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার পরিজনদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসলাম মোল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ও কিশোরগনজ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডোর সহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা কমান্ডারগন। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যবৃন্দ। জেলা প্রশাসক তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেন এবং সকল শহীদদের উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তারপর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সহযোগিতার আশ্বাস দিয়ে। সেই সাথে নিজের বক্তব্য শেষে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন তিনি।

