নওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির ফোস্টার চিলড্রেন ও সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশুরা মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা।
মহান বিজয় দিবস উদযাপনে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, শাখা ব্যবস্হাপক, শহিদুল ইসলাম, কর্মসূচি সমন্বয়ক কহিনুর ইসলাম প্রমূখ।
শিক্ষার্থীরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামে সাথে ফটোসেশানে অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিক্ষার্থীদের মহান বিজয় দিবসে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

