দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতি গৌরব মন্ডিত বিজয়ের দিন ১৬ডিসেম্বর। ১৯৭১ সালে আমাদের জাতীয় জীবনে এনেছিল এক নতুন সূর্যোদয়। সম্ভ্রমহারা মা-বোন এবং লাখো শহীদের সর্ব্বোচ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের এ বার্ষিকীতে তাদের। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ থানা ময়দানে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮:৩০ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুস্পস্তব অর্পণ, সকাল ৯ টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রর্দশন শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে নবাগত মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির পুরস্কার বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দীন আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি আ: ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের শহিদুল ইসলাম সহিদ ও মুকসুদপুর রিপোর্টাস ইউনিট এর সভাপতি তারিকুল ইসলাম প্রমূখ।
বেলা ১২টায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ যোহর সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়। বিকাল ৩টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে উপজেলা প্রশাসন বনাম পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকালে ৩টা হতে রাত ৮টা পর্যন্ত অফিসার্স ক্লাব মাঠে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের উপর বিজয় মেলা এবং সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হবে।

