নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জ যথাযাগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসম্বর) সূর্যাদয়ের সঙ্গে সঙ্গে ৩৩ বার তাপধনির মাধ্যম দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।
এরপর হবিগঞ্জর ঐতিহাসিক দুর্জয় স্মৃতিতে জাতির বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয় পুষ্পস্তবক অর্পণ করন জেলা প্রশাসক আবু হাসনাত মাহাম্মদ আরফিন এবং পুলিশ সুপার মাছাঃ ইয়াছমিন খাতুন। এ সময় জলা প্রশাসনর ঊর্ধতন কর্মকর্তা, বিভিন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযাদ্ধা, শহীদ মুক্তিযাদ্ধা পরিবারর সদস্য, বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনর প্রতিনিধিরা পর্যায়ক্রম পুস্তবক অর্পণ করেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্য রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযাদ্ধা ও শহীদ মুক্তিযাদ্ধা পরিবারর সদস্যদর সংবর্ধনা, আলাচনা সভা, কুচকাওয়াজ, দায়া মাহফিল এবং শিশু-কিশারদের অংশগ্রহণ বিভিন আয়াজন। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার চেতনায় একটি বৈষম্যহীন, গনতান্ত্রিক ও সমৃদ্ধির বাংলাদশ গড়ে তালার প্রত্যয় ব্যক্ত করন।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে তিনদিন ব্যাপি বিজয় মেলা চলছে।

