ঝালকাঠির নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী রাজু মল্লিক (৪০)।
সোমবার (আজ) সকাল ১০টার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, লিমা আক্তার তার স্বামী রাজু মল্লিকের সঙ্গে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে প্রতাপ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রলি গাড়ি চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লিমা আক্তার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে দুর্ঘটনায় গুরুতর আহত লিমার স্বামী রাজু মল্লিককে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ আলী বলেন, “দুর্ঘটনার পর ট্রলি গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যায়। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

