দুর্নীতির অভিযোগে বদলি, তবু দায়িত্বে চুয়াডাঙ্গা সমবায় কর্মকর্তা
ছবিঃ বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয়ে দুর্নীতির অভিযোগে বদলি হওয়া ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন এখনো আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করছেন এমন অভিযোগ উঠেছে। ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ জারি হলেও অজ্ঞাত কারণে তিনি এখনও নিয়মিত অফিস করছেন এবং লেনদেনসহ সব দাপ্তরিক কার্যক্রমও পরিচালনা করছেন।


মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৬ ডিসেম্বর কাজী বাবুল হোসেন চুয়াডাঙ্গায় ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ জমা পড়ে। তদন্ত শেষে প্রশাসনিক কারণে তাকে কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয়ে উপসহকারী নিবন্ধক হিসেবে বদলি করার নির্দেশ দেয় সমবায় অধিদপ্তর। অতিরিক্ত নিবন্ধক মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরীর স্বাক্ষরিত সেই আদেশ অনুযায়ী ৩০ নভেম্বর বিভাগীয় কার্যালয় থেকেও তার রিলিজ দেওয়া হয়।


বদলির আদেশের পর চুয়াডাঙ্গা জেলার নতুন সমবায় কর্মকর্তা হিসেবে নিয়োগ পান কুষ্টিয়ার উপসহকারী নিবন্ধক আনিছুর রহমান। কিন্তু অভিযোগ রয়েছে, তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে দায়িত্ব গ্রহণে বাধা দিচ্ছেন কাজী বাবুল হোসেন। ফলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরও আটকে আছে।


এ বিষয়ে কাজী বাবুল হোসেন দাবি করেন, তার বদলির আদেশ স্থগিত হতে পারে বলে তিনি শুনেছেন। তাই ফেব্রুয়ারি পর্যন্ত বর্তমান কর্মস্থলেই থাকতে হতে পারে এবং সে কারণেই কুষ্টিয়ায় যোগদান করেননি।


সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ইসমাইল হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেন তিনি নির্ধারিত সময়েও কর্মস্থল ত্যাগ করেননি তা জানা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।