বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার দেবিদ্বার উপজেলা কর্তৃক প্রীতি সমাবেশ আয়োজিত হয়েছে। উক্ত প্রীতি সমাবেশে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার (৬ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে দিনব্যাপী দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে এ প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়।
প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।
দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (কুমিল্লা ও নোয়াখালী) অঞ্চল টীমের সদস্য কাজী মোঃ নজরুল ইসলাম খাদেম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আব্দুল মতিন, গাজীপুর মহানগরীর জামায়াত সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, ইউরোপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিষ্টার আবু বকর সিদ্দিক মোল্লা, কুমিল্লা-৪ আসনে জামায়াত মনোনীত এমপিপ্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহিদ, কুমিল্লা-৫ জামায়াতে মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইন, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হোসেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আমিনুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সানাউল্লাহ রাসেল ও দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ❝যারা লুটপাট করে খায় তাদের কে আর এই জনগন মেনে নেবে না, এখন গ্রামের কৃষকরাও দেখে কে কি করে ও কে কি বলে তার কথা ও কাজের মধ্যে কোথায় মিল এবং কোথায় অমিল। এখন একটা সাধারণ মানুষও বুঝতে সক্ষম। এ জন্য আমরা এ রাজনীতি আর চাইনা, আমরা চাই একজন সৎ ও দক্ষ দেশপ্রেমিক যারা দুর্নীতি তো করবেই না এ বাংলাদেশকে ভালোবাসবে এমন রাজনীতি ব্যক্তিত্বকে। আমরা চাই যারা বরাদ্দের শতভাগ মানুষের মাঝে বিলীন করে দিয়েও নিজের পকেট থেকেও মানুষের পাশে বিলিয়ে দেবে এমন ব্যক্তিত্বকে চান।❞
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলার সাবেক ও বর্তমান অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
প্রীতি সমাবেশে বক্তারা বলেন, ❝বিগত ১৫ বছরে জামায়াত শিবিরের অনেকে নেতা-কর্মীকে খুন করা হয়েছে, মামলা করা হয়েছে। কিন্তু আমরা সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে ক্ষমা করে দিয়েছি। যারা আমাদের ক্ষতি করেছে ওই সকল লোকের ঘরে ঘরে শিবির কর্মী তৈরি করা হবে আমাদের প্রতিশোধ।❞ এসময় সকলে ঐক্যবদ্ধ হয়ে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
বিকালে সরকারি কলেজ মাঠ থেকে সাবেকদের নিয়ে দাঁড়িপাল্লা মার্কা স্লোগানে এক বিশাল মিছিল বের করে দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে গিয়ে মিছিল ও অনুষ্ঠানের সমাপ্তি হয়।

