বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় এইচআরএম বিভাগ কর্তৃক পরিচালিত বছরব্যাপী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সরাসরি প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বের) রাজধানীর ফার্মগেটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ২০২৫ সালে কেন্দ্রীয় এইচআরএম বিভাগ কর্তৃক পরিচালিত ৭টি কোর্সের কৃতি শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়নের পাশাপাশি সেরা ৭ জনকে ল্যাপটপসহ মূল্যবান পুরষ্কার প্রদান করা হয়।
সারা বছর ধরে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রমে ৫টি বেসিক আইটি, ১টি এডভান্স আইটি এবং ১টি স্পোকেন ইংলিশ ব্যাচ সহ মোট ৭টি কোর্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্রীয় এইচআরএম বিভাগ সূত্র জানায়, এই ৭টি কোর্সে সারা দেশ থেকে অনলাইনে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বছরব্যাপী অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রতিটি ব্যাচ থেকে সেরা ৫ জন করে মোট ৩৫ জন শিক্ষার্থীকে চূড়ান্ত প্র্যাকটিক্যাল পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
যার মধ্যে এবার ৭ জন কৃতি শিক্ষার্থী পেলেন ল্যাপটপ।
চূড়ান্ত প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৭টি কোর্সের মধ্যে প্রতিটি কোর্সে যারা ১ম স্থান অধিকার করেন, সেই ৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়। বিজয়ীদের হাতে প্রধান পুরষ্কার হিসেবে ল্যাপটপ এবং অন্যান্য মূল্যবান পুরষ্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা তথ্য প্রযুক্তি নির্ভর একটি স্মার্ট বাংলাদেশ গড়তে এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য ছাত্রশিবিরের এই উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় HRM বিভাগের প্রধান মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়াও, কোর্স ইন্সট্রাক্টর এবং ইনোভা আইটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সহ HRM বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, 'প্রযুক্তির এই যুগে শুধু নৈতিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, বরং যুগের চাহিদা অনুযায়ী আইটি ও ভাষা শিক্ষার মতো ব্যবহারিক দক্ষতা অর্জন করা সময়ের দাবি। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে এবং তাদের ভবিষ্যতের কর্মজীবনে সহায়ক হবে।'

