ছবিঃ বিপ্লবী বার্তা
১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে ৬ ডিসেম্বর শত্রুমুক্ত হয় যশোর। এই দিনে যথাযোগ্য মর্যাদায় শহরে শোভাযাত্রার আয়োজন করেছে জেলা প্রশাসন।
আজ সকাল ১০টায় যশোর টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশেক হাসান। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করা হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধা সংসদ যশোরের সাবেক কমান্ডার মযহারুল ইসলাম মন্টু, নারী মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমসহ যশোরের সর্বস্তরের মানুষ।

