গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আয়েশা সিদ্দিকী মহিলা মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান সিকদার (৫১) এর বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ৮দিন পর শিক্ষার্থী রুপা আক্তার (১৪) আত্মহত্যা করেছে। ৪ ডিসেম্বর বুধবার সকালে মুকসুদপুর উপজেলার গোহলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে রুপা আক্তার আত্মহত্যা করে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করে।
নিহত রূপা আক্তার আয়েশা সিদ্দিকী মহিলা হাফিজিয়া মাদ্রাসার পঞ্চম জমাতের শিক্ষার্থী ছিল। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান সিকদার বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শিকদারের ছেলে।
নিহতের মা বেবী বেগম বালেন,'শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান ছুটির পরে আমার মেয়েকে ধর্ষন করে। পরে সে বাড়িতে এসে আমাদের জানিয়ে ঘটনার ৮দিন পরে আত্মহত্যা করে। আমি আমার মেয়ে ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।'
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত)শীতল চন্দ্র পাল বালেন,'মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা মহিলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাহমুদুল সিকদারের বিরুদ্ধে শিক্ষার্থী কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান সিকদারকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়না তদন্ত জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।'

