ময়মনসিংহের ভালুকায় শীতের আগমনকে কেন্দ্র করে জমে উঠেছে উপজেলার সিড়ষ্টোর বাজার ও স্কয়ার মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকার ভ্রাম্যমাণ শীতের পোশাকের বাজার। হালকা শীত পড়তে শুরু করার সাথে সাথে প্রতিদিনই ভিড় বাড়ছে ক্রেতাদের। বিশেষ করে সন্ধ্যার পর এলাকাজুড়ে সরগরম হয়ে উঠছে শীতবস্ত্রের দোকানগুলো।
বাজার ঘুরে দেখা যায়, স্বল্প দামে সোয়েটার, জ্যাকেট, মাফলার, টুপি, কম্বলসহ বিভিন্ন শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্রেতাদের বাজেটের কথা মাথায় রেখে ১০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত দামের পোশাক পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
ক্রেতারা জানান, 'অন্যান্য দোকানের তুলনায় এখানে দাম অনেক কম। তাই প্রতি বছরই আমরা এখান থেকেই শীতের কাপড় কিনি।' বিক্রেতারা বলছেন, 'শীত যত বাড়বে বেচাকেনাও তত বাড়বে।'
স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করছে যাতে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে কোনো ভোগান্তি না হয়।
শীতের আমেজ আর মানুষের প্রয়োজন সব মিলিয়ে স্কয়ার মাস্টার বাড়ি এলাকার এই ভ্রাম্যমাণ শীতবস্ত্রের বাজার এখন এলাকাবাসীর এক অনন্য মিলনমেলা।

