ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে গেছে। ভোর থেকে ঘন কুয়াশা আর শীতল বাতাসে পুরো জেলা যেন কাঁপছে। শীতের কামড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে, বিশেষ করে নিম্নআয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণে রাজারহাট কৃষি আবহাওয়া অফিসে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের অন্যতম কম তাপমাত্রা।
স্থানীয়রা জানান, সকাল হলেও কুয়াশার কারণে সড়ক দেখতে না পাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। এদিকে, ঠান্ডা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে।
ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চরসোনাইকাজী এলাকার কৃষি শ্রমিক আব্দুল মান্নান, অ্রফিকুল ইসলাম ও আকবর বলেন, কুয়াশা ও ঠান্ডায় বাড়িত থাকি বের হওয়া যায় না। আবার কাজ না করলে পেটে ভাত যাবে না।
এ প্রসঙ্গে কুড়িগ্রামের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি আরও বাড়তে পারে। সেই সাথে যতই দিন যাবে শীত আরও শীতের তীব্রতা বেড়ে যাবে।

