ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ-এর জেলা শাখা।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে তারা নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি পালন করেন এবং পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি করেন।
কর্মবিরতির কারণে হাসপাতালে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে ওঠে। বিশেষ করে পরীক্ষা–নিরীক্ষা বন্ধ থাকায় অনেকে বিপাকে পড়েন। পাশাপাশি ফ্রি ওষুধ নিতে আসা অসহায় রোগীদের ভিড়ও চোখে পড়ে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, এরশাদ আলী, রোকনুজ্জামান সরকার রোকন, পরিবার পরিকল্পনার ফার্মাসিস্ট রাসেল অভি, ফার্মাসিস্ট আসাদুজ্জামান শামীম, মমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সমশিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মতো তাদেরও ১০ম গ্রেডে উন্নীত করা প্রয়োজন। বারবার কাগজ যাচাই-বাছাই ও দাপ্তরিক জটিলতার কারণে তাদের ন্যায্য দাবি বছরের পর বছর আটকে আছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও জানান, “আজ অর্ধদিবস কর্মবিরতি চলছে; দাবিতে অগ্রগতি না হলে আগামীকাল থেকে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলবে।”
এদিকে উলিপুর থেকে শিশু সন্তানের চিকিৎসা নিতে আসা আব্দুস সাত্তার বলেন, “সকালে এসে ডাক্তারের দেখা পেয়েছি। পরীক্ষার জন্য রক্ত ও সর্দিসহ কয়েকটি টেস্ট দিয়েছেন। কিন্তু পরীক্ষাগারে গিয়ে দেখি কর্মবিরতি চলছে। আমি গরিব মানুষ বাইরে পরীক্ষা করাতে গেলে অনেক খরচ। তাদের দাবি যদি ন্যায্য হয়, সরকার দ্রুত মেনে নিক, যাতে আমাদের মতো গরিব রোগীদের ভোগান্তি কমে।”

