কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে বেসরকারি সংস্থা এ্যাসোশিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট (AFAD) এর আয়োজনে শহরের আলমাস মিলনায়তন এই সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন AFAD এর চেয়ারম্যান মোর্শেদা পারভীন। বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক এএম মনিরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, পাঁচগাছি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, এসিল্যান্ড আরিফুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন মিয়া, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, AFAD এর সমন্বয়কারী রেশমা সুলতানা ও প্রজেক্ট কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম প্রমুখ।


প্রসঙ্গত, মাল্টেসার ইন্টারন্যাশনাল BMZ-PITI এর সহযোগিতায় AFAD এই অনুষ্ঠান আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে শিক্ষক, কৃষক, কৃষাণী, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিনিধি, দলিত সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ও ঘোগাদহ ইউনিয়নে চলা “রেজিলেন্স স্ট্রেন্দেনিং অফ ভ্যার্নারেবল পপুলেশন ইন নর্দান, ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন বাংলাদেশ থ্রো এ নেটওয়ার্ক এপ্রোচ অফ ফাইভ পার্টনার অর্গানাইজেশন” প্রজেক্টটি ২০২২ সালের ১ নভেম্বর শুরু হয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে।


প্রকল্পের মোট সুবিধাভোগী ৯,০৬৯ জন। এর মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ১২ জন, প্রতিবন্ধী পরিবারের সদস্য ৪৬ জন, দলিত সদস্য ৩০ জন, ট্রান্সজেন্ডার ২২ জন, নারী প্রধান পরিবার ২৭ জন, ঝুঁকিপূর্ণ পরিবার ৩৪৩ জন, প্রত্যক্ষ সদস্য ৪৮০ জন এবং পরোক্ষ সদস্য ৮,৫৮৯ জন। সমাপনী অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক প্রত্যক্ষ সদস্য অংশগ্রহণ করেন। তাদেরকে আম, মাল্টা ও পেয়ারা গাছ বিতরণ করা হয়।