চুয়াডাঙ্গায় বাড়ছে শীত, তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রীতে
ছবিঃ বিপ্লবী বার্তা
চুয়াডাঙ্গায় এই শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।


বুধবার (৩ নভেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩.৭°C, আর সেই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।


চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর রহমান জানিয়েছেন, "সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আগামী কয়েকদিন রাত ও ভোরের তাপমাত্রা আরও কমতে পারে। যদিও এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয়, এটাই জেলার সর্বনিম্ন।"


তাপমাত্রা কমায় চুয়াডাঙ্গায় শীত প্রবলভাবে অনুভূত হচ্ছে। সকাল ৯টার পর ঝলমলে রোদ দেখা দিলেও হিমেল বাতাস বইতে থাকায় শীতের প্রভাব কমছে না। শীত বৃদ্ধির কারণে চুয়াডাঙ্গা শহরে মানুষের চলাফেরা সকাল থেকেই সীমিত ছিল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ—শ্রমিক, ভ্যানচালক ও রিকশাচালকরা বেশি কষ্টে পড়েছেন।