ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামে গত তিন দিন ধরে ঘন কুয়াশা পড়ছে এবং সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
জেলা জুড়ে কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। বাতাসের বেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আবহাওয়ার এই পরিবর্তনে শিশুরা ও বৃদ্ধরা শীতজনিত সমস্যায় ভুগছে।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, “ঘন কুয়াশা পড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কমছে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি কিছুদিন চলবে।”

