কুড়িগ্রামে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ীর ছেলে বিসিএস ক্যাডার
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ীর ছেলে এবং মেধাবী শিক্ষার্থী আতাউর রহমান সম্প্রতি ৪৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় এলাকায় ব্যাপক প্রশংসা ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্য পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ পুরো ইউনিয়নকে গর্বিত করেছে।


আতাউর রহমানের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে। তার বাবা শফিকুল ইসলাম একজন ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী। সীমিত অর্থনৈতিক সম্ভাবনার মধ্যেও শফিকুল ইসলাম কষ্টে কষ্টে আতাউর ও তার ছোট বোনকে মানুষ করেছেন। আতাউর রহমানের একমাত্র বোন বর্তমানে একটি এনজিওতে কর্মরত, এবং সম্প্রতি বিয়ে সম্পন্ন হয়েছে।


মেধাবী ছাত্র আতাউর রহমানের শিক্ষাজীবনেও তিনি অসাধারণ সাফল্য অর্জন করেছেন। ২০১৩ সালে তিনি বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপি-এ ৫, ২০১৫ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপি-এ ৫ এবং ২০২২/২৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স সমাপন করেছেন।


আতাউর রহমান জানান, “ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সরকারের এমন একটি দায়িত্বশীল পদে কাজ করা, যেখানে দেশের মানুষের জন্য কাজে লাগতে পারি। মহান আল্লাহ ও বাবা-মায়ের অশেষ কৃপায় আমার স্বপ্ন পূরণ হয়েছে। বাবা-মায়ের অবদান আমার এই সাফল্যের মূল ভিত্তি। আমি আমার দায়িত্ব পালন করে দেশের মানুষের সেবা ও উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”


তার বাবা শফিকুল ইসলাম বলেন, “আমি একজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী। বহু কষ্টে সন্তানদের মানুষ করেছি। আতাউরের এই সাফল্য আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আল্লাহর রহমতে আমার ছেলে আমার স্বপ্ন পূরণ করেছে। সবাই তার জন্য দোয়া করবেন, যেন সে সঠিকভাবে দেশের কল্যাণে কাজ করতে পারে।”


বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার বলেন, “আতাউর রহমান আমাদের গর্ব। পরিবার, বিদ্যালয় ও ইউনিয়নের জন্য এটি এক বিরল দৃষ্টান্ত। সীমিত সুযোগের মধ্যেও তার অধ্যবসায় ও পরিবারের ত্যাগ আমাদের জন্য গর্বের। আমরা আশা করি, আতাউর রহমান দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”