ছবিঃ বিপ্লবী বার্তা
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বেকু হাসান-লাল গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় জয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমেছে এবং প্রয়োজনীয় অভিযান চলছে।”
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও উত্তেজনা বিরাজ করছে।

