সরিষাবাড়ীতে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মাওলানা মোঃ আব্দুল আওয়ালের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯:৩০ মিনিটে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 


শোভাযাত্রাটি সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন থেকে শুরু হয়ে দক্ষিণাঞ্চলের পিংনা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে উপজেলা দিকপাইত উপশহরে শেষ হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল। মোটরসাইকেল শোভাযাত্রার শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আগামীতে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও মানবিক কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সৎ মানুষের বিকল্প নেই। জনগণ যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে জামায়াত ইসলামের নেতাদেরকে মূল্যবান ভোট দিয়ে পাঠায়, আমরা একটি ইনসাফ এবং বৈষম্য-মুক্ত বাংলাদেশ গঠন করব।”


শোভাযাত্রায় এলাকার সাধারণ মানুষও অংশগ্রহণ করেন এবং প্রার্থীর প্রতি সমর্থন জানান।