ফুলবাড়ীতে ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ সাড়ে টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।


ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি এইচ এম আব্দুর রহমান এর সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জেলা সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া এবং মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ নূর বখত মিয়া। 


এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওঃ শেখ নূর মোহাম্মদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আ ন ম আশিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মাদ আতিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা মাসুদ রানা প্রমুখ। সম্মেলনে উপজেলার ৬ ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


সম্মেলনের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ আগামীতে বাংলাদেশ একটি ইসলামীক রাষ্ট্র গঠন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।