টঙ্গীতে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা
টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডে ইসলামপুর সমাজ কল্যান পরিষদের উদ্যোগে শুক্রবার একটি ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 


সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে মূলত ওরাল হাইজিন বা মুখগহ্বরের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।


ক্যাম্পে চিকিৎসা সেবায় ছিলেন,  পি.জি.টি-ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. আমিনুল ইসলাম, সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের আবাসিক অফিসার ডা. জোবায়ের রহমান এবং সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের আবাসিক অফিসার ডা. সাজ্জাদ হোসেন।


ক্যাম্পে উপস্থিত ছিলেন,  ইসলামপুর সমাজ কল্যান পরিষদের পরিচালক ফখরুল আলম সিফাত, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ, ইসলামপুর সমাজ কল্যান পরিষদের সভাপতি ফুয়াদ হাসান, হেলাল উদ্দিন, প্রিন্সিপাল নাসির উদ্দিন প্রমুখ।


ফখরুল আলম সিফাত বলেন, “এটি মূলত একটি সচেতনতামূলক প্রোগ্রাম। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে ওরাল হাইজিন সম্পর্কে অবহিত করতে। অধিকাংশ মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না, তাই তাদের জন্য এই ধরনের আয়োজন করেছি। আমরা প্রাথমিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, পরামর্শ প্রদান এবং মৌলিক চিকিৎসা সেবা দিচ্ছি। এর আগেও আমরা ফ্রী মেডিকেল ক্যাম্প করেছি। এ ধরনের উদ্যোগ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”