হবিগঞ্জের মাধবপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অভিযানে ঢাকা–সিলেট মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় উচ্ছেদ পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের মাধবপুর সদর হতে জগদীশপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, এডিবির সহযোগিতায় ঢাকা-সিলেট মহাসড়কের ৪ লেনের কাজ চলছে। মহাসড়কের দুইপাশে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। সওজের নোটিশ দেওয়ার পরও মালিকেরা সরে না যাওয়ায় আজ উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তবে উচ্ছেদ হওয়া দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অভিযান শুরু হওয়ার আগে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। মালামাল সরানোর সুযোগ না পাওয়ায় অনেকেই কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সেখানে ব্যবসা পরিচালনা করছিলেন এবং পূর্বে কিছু নোটিশ পাওয়ার পরও সর্বশেষ মুহূর্তে দ্রুত উচ্ছেদ হওয়ায় ক্ষতি হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সওজের এস্টেট ও আইন শাখার উপসচিব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "মাধবপুর সদর থেকে জগদীশপুর ৯ কিলোমিটারের মধ্যে সড়কের বিভিন্নস্থানে দু’পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। যার কারণে চার লেনের কাজ করা সম্ভব হচ্ছে না। এজন্য উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।"
তিনি আরও বলেন, "এসব জায়গা দখলমুক্ত করতে কয়েকদফা সময় দেবার পরও তারা সরে যায়নি। গত এক সপ্তাহ প্রতিদিন মাইকিং করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন সওজ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, পুলিশ ও সেনাবাহিনী।

