যশোরের ঝিকরগাছা উপজেলায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন তার শ্বাশুড়িসহ আরও চারজন। গুরুতর অবস্থায় সবাইকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা ঘটে মঙ্গলবার রাতে ঝিকরগাছা উপজেলার নিলকন্ঠনগর গ্রামে। নিহতের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, যশোর সদর উপজেলার পালবাড়ী এলাকার মৃত শাজাহানের ছেলে মোহন মোল্লার সাথে তাদের ভাগ্নি মিমের বিয়ে হয়েছিল। মোহন যৌতুকের জন্য প্রায় মিমকে শারীরিকভাবে নির্যাতন করতেন। নির্যাতনের কারণে ১৫ দিন আগে মিমকে তার মা যশোর থেকে নিয়ে গিয়ে নিজের বাবার বাড়িতে রেখেছিলেন।
ঘটনার দিন রাত ১০টার দিকে মোহন তার ৩/৪ সহযোগী নিয়ে মিমকে তার মা থেকে আনতে গেলে, তারা রাজি না হওয়ায় গোলযোগ শুরু করে। একপর্যায়ে তারা মিমের মা মুন্নি, নানা মহিউদ্দিন, নানী তাজুমা বেগম, মামাতো ভাই রফি উদ্দিন ও শফিউদ্দিনকে এলোপাথাড়ি মারপিট ও ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় সবাইকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মহিউদ্দিনকে ভোররাতে ঢাকায় স্থানান্তর করা হয়, কিন্তু নেওয়ার পথে তিনি মারা যান।
পরিবারের বরাত অনুযায়ী, ঘটনার সময় গ্রামবাসী নাতি জামাই মোহন মোল্লা ও তার সহযোগী আহম্মদ আলীকে আটক করে পুলিশে হস্তান্তর করে। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আটককৃতরা গণপিটুনির শিকার হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
                                
                                
                                
                                
                                
                                
