কুড়িগ্রামের  টানা বৃষ্টিতে আমনের ধানের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা
ছবিঃ বিপ্লবী বার্তা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমন ধান হেলে পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় উপজেলার শতশত বিঘার জমির ধান মাটিতে হেলে পড়েছে, যার ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


রবিবার সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের নিচু জমিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আধা পাকা ধানসহ অনেক ক্ষেত্রের ধান হেলে পড়েছে। যেসব ধানে এখনও শীষ আসেনি সেগুলো কেটে গরু-ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে।


কৃষক ধীরেন্দ্র নাথ রায়, আমিনুল ইসলাম ও আবদার আলী জানান, ঝড়ো হাওয়ার কারণে তাদের এক থেকে দেড় বিঘার জমির ধান হেলে পড়েছে এবং আশপাশের অনেক কৃষকের ক্ষেত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা মোছা নিলুফা ইয়াছমিন জানান, এ বছর ১১,৩৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে ৫ হেক্টর জমির ধান ঝড়ো হাওয়ায় হেলে পড়েছে। ক্ষতিগ্রস্ত ধানের গাছগুলোকে তুলে আঁটি বেঁধে দেওয়ার পরামর্শ কৃষকদের দেওয়া হচ্ছে।