গাজীপুর সিটির বর্জ্য এখন মহাসড়কে; দুর্গন্ধে নাকাল নগরবাসী
ছবিঃ বিপ্লবী বার্তা

রাজধানীর অদূরে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুর এখন যেন বর্জ্যের শহর। প্রতিদিন হাজার হাজার টন ময়লা উৎপন্ন হলেও, নেই সঠিক বর্জ্য ব্যবস্থাপনা। ফলে পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ, মশা বেড়েছে জনদুর্ভোগ।


সড়ক, মহাসড়ক, শিল্প এলাক, কোথাও মুক্তি নেই। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি, তেলিপাড়া, বাইমাইল, ভুরুলিয়া কিংবা নাওজোড়, সবখানেই চোখে পড়ে ময়লার স্তুপ।


প্রায় ৫০ লাখ মানুষের এই শহরে নাগরিক সুবিধা এমনিতেই সীমিত। তার ওপর পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব যেন দুর্ভোগে বাড়তি চাপ। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে মেডিক্যাল বর্জ্য নিয়ে। সরকারি বিধিমালা থাকলেও, গাজীপুরের অনেক হাসপাতালই খোলা ডাস্টবিনে ফেলে দিচ্ছে সংক্রামক বর্জ্য। এতে ঝুঁকি বাড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর।


গাজীপুর সিটি করপোরেশন জানায়, প্রতিদিন গড়ে উৎপন্ন হয় ৩ হাজার মেট্রিক টন বর্জ্য, কিন্তু সংগ্রহ করা সম্ভব হয় মাত্র আড়াই হাজার টন। নেই ময়লা ফেলার নির্ধারিত স্থান বা এসটিএস ।


যেখানে বড় শহরগুলতে বর্জ্যবাহী গাড়ি আছে ৩-৪ শতাধিক, গাজীপুরে আছে মাত্র ৩১টি। প্রয়োজনীয় তিন থেকে চার হাজার কর্মীর জায়গায় কাজ করছেন মাত্র চার শতাধিক।


পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বিধিসম্মতভাবে বর্জ্য অপসারণ না করা হলে এর থেকে প্রকৃতি ও পরিবেশে ছড়িয়ে পড়তে পারে সংক্রামক ব্যাধিসহ নানা রোগজীবাণু। এছাড়া মেডিক্যাল বর্জ্য ও ওষুধে যেসব কেমিক্যাল থাকে, সেগুলো ধীরে ধীরে মাটি ও পানিতে মিশে গিয়ে এক পর্যায়ে জৈবখাদ্য চক্রের মাধ্যমে মানুষের দেহে ফিরে আসে।


এক দশক আগে সিটি করপোরেশনে উন্নীত হলেও, শিল্পনগরী গাজীপুর আজও অপরিকল্পিত। কলকারখানা, রাস্তা ও আবাসিক এলাকা গড়ার ক্ষেত্রে নেই কোন সুপরিকল্পিত উদ্যোগ। দূষণ, দুর্গন্ধ আর অব্যবস্থাপনার এ চক্র থেকে মুক্তি চায় নগরবাসী।  ওয়েব সাইটে প্রকাশযোগ্য করে সাজিয়ে দিন