শ্রীপুরে বৃষ্টি উপেক্ষা করে ৩১ দফা বাস্তবায়নে গ্রাম বৈঠকে মানুষের ঢল
ছবিঃ বিপ্লবী বার্তা
রাষ্ট্রকাঠামো মেরামত ও জনগণকে বেশি সম্পৃক্ত করতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নকে কেন্দ্র করে শনিবার (১লা নভেম্বর) গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কেওয়া পশ্চিমখন্ড (কড়ইতলা) এলাকায় গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বৈঠকে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ শফিকুল ইসলাম উপস্থিত নারী, পুরুষ ও সাধারণ মানুষের সঙ্গে ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে। জনগণ তাদের অধিকার ফিরে পাবে।”


ডাঃ শফিকুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করে বিজয় নিশ্চিত করার আহবান জানান। এছাড়া, বৃষ্টি উপেক্ষা করে গ্রাম বৈঠকে উপস্থিত হওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


গ্রামের সাধারণ মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল রাজ্জাক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা জহিরুল ইসলাম কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।