হাসপাতালের আধুনিকায়নে অনুদান দিলো জামায়াতে ইসলামী
ছবিঃ বিপ্লবী বার্তা

পঞ্চগড় সদর হাসপাতালের আধুনিকায়ন ও উন্নয়ন কাজে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করেছে।


রোববার (২ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর হাতে অনুদানের চেকটি তুলে দেন।


অনুদানটি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও পঞ্চগড়-১ আসনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসাইন, পঞ্চগড়-২ আসনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোঃ সফিউল আলম, এবং ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মোহিনুল্লাহ মুহিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।


চেক হস্তান্তর শেষে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী পঞ্চগড় সদর হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার জন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং হাসপাতালের আধুনিকায়ন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।